দক্ষিণ ভারতীয় সিনেমায় সঞ্জয় দত্তের অভিষেক হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এ বলিউড তারকাকে কন্নড় ব্লকবাস্টার ‘কেজিএফ’-এর সিক্যুয়েলে ভিলেন চরিত্রে প্রস্তাব দেওয়া হয়েছে।
সিনেমাটির নায়ক ইয়াশের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা খবরটি নিশ্চিত করেছে। এ অভিনেতা বলেন, ‘হ্যাঁ, সঞ্জয় দত্তকে প্রস্তাব দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রথম কিস্তির জন্য আমরা তাকে চেয়েছিলাম। হাতে সময় না থাকায় তিনি প্রস্তাবটি গ্রহণ করেননি। এবার দ্বিতীয় কিস্তির জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছে।’
সঞ্জয় এ নিয়ে মন্তব্য না করলেও একটি সূত্র জানায়, ‘কেজিএফ চ্যাপ্টার টু’তে এ অভিনেতা থাকছেন এটি মোটামুটি চূড়ান্ত।
সূত্রটি আরও জানায়, ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ আঞ্চলিক সিনেমা হওয়ার কারণেই ফিরিয়ে দেন সঞ্জয়। ছবির প্রধান অভিনেতা কর্ণাটকের বাইরে একদম অপরিচিত। এখন প্রথম কিস্তি ব্লকবাস্টার হয়েছে ও ইয়াশের নাম সারা দেশে ছড়িয়েছে। এ কারণে পরবর্তী পর্বের প্রস্তাব সঞ্জয়ের কাছে এখন আকর্ষণীয়।
সঞ্জয়কে সর্বশেষ দেখা গেছে ‘সাহেব, বিবি আউর গ্যাংস্টার থ্রি’ সিনেমায়। হাতে আছে তোড়বাজ, কলঙ্ক, পানিপথ, শমসেরা ও সড়ক টু’সহ কয়েকটি ছবি।