বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ (বিপিএল)-এর ফাইনাল খেলাকে কেন্দ্র করে জুয়া খেলার অভিযোগে নীলফামারীতে সাতজনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে নীলফামারী পৌর শহরের মানিকের মোড় থেকে তাদের আটক করা হয়। মামলা দায়েরের পর গতকাল শনিবার বিকেলে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন মঞ্জুর করেন।
নীলফামারীর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, শহরের মানিকের মোড়ে একটি হোটেলে টেলিভিশনে বিপিএল ক্রিকেটের ফাইনাল খেলা নিয়ে জুয়ায় অংশ নেয় বেশ ক’জন যুবক। এমন গোপন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই সাতজনকে আটক করে।
আটক ও পরে জামিনপ্রাপ্তরা হলো জেলা সদরের দোগাছি গ্রামের রশিদুল ইসলাম (৪৮), আব্দুল্লাহ (৪১), আলমগীর হোসেন (২৮), সিরাজুল ইসলাম (২০), হাসান আলী (১৯), রাশেদুল ইসলাম (১৯) ও দক্ষিণপাড়া গ্রামের সাগর হোসেন (২৪)।