বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

মোবাইল ফোন চুরির অপবাদে দুই শিশুকে মারপিট

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২১ পিএম

মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে দুই স্কুলছাত্রকে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে। আহত দুই শিশু হলো বিলধামু আবুল কাসেম ম-ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র বিজয় মোল্যা (১১) ও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র আসিক (৭)।পুলিশ এ ঘটনায় অভিযুক্ত জুলফিকার শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে।মারপিটের শিকার বিজয় জানায়, নারুয়া গ্রামের সুমনের কাছে সে একটি মোবাইল ফোন মেরামত করতে দেয়। শুক্রবার সকালে ফোনটি দেওয়ার কথা ছিল। সকালে তার দোকানে গিয়ে তাকে না পেয়ে তার বাড়িতে যায়। ফেরার পথে একটি মোবাইল ফোন কুড়িয়ে পায়। বিষয়টি সে সবাইকে জানায়। বিকালে ওই দোকানে ফোন আনতে গেলে সুমন ও তার বাবা জুলফিকার তাকে ও আসিককে দড়ি দিয়ে বেঁধে মারপিট করে। মারপিট থেকে রক্ষা পেতে বাধ্য হয়ে ফোন চুরির কথা স্বীকার করে।

বিজয়ের বাবা ফরিদ মোল্যা জানান, ‘ব্যাপারটি শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলেকে অমানুষিকভাবে মারপিট করা হয়েছে।’ এদিকে ঘটনার বিষয়ে জুলফিকার শেখ বলেন, মোবাইল চুরির সন্দেহে তাদের দুজনকে আটক করি। পরে তারা চুরির কথা স্বীকার করে। তারা চুরি যাওয়া ফোনও ফেরত দিয়েছে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত