সিলেট নগরীর শাহী ঈদগাহের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বাণিজ্যমেলার আয়োজন বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার বিকেলে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ দাবিতে মানববন্ধন করেছেন তারা। এতে বক্তারা বলেন, ‘মাত্র এক মাস আগে শেখ রাসেল স্টেডিয়ামে মাসব্যাপী বাণিজ্যমেলা হয়েছে। এখন আবার একই মাঠে মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। এভাবে একের পর এক মেলা আয়োজনে নগরীর স্থায়ী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’ তাই মেলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা।
‘ব্লু ওয়াটার শপিং সিটি’ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহেদ আহমদের সভাপতিত্বে এবং ব্যবসায়ী আলতাফ হোসেন ও মাসুদ হোসেন খানের পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ব্যবসায়ী নেতা হাজি রইছ আলী, আবদুল আহাদ, বাবুল মিয়া, তানভির হোসেন রহিম, মাওলানা আবদুল আলিম, সিরাজ উদ্দিন, অলিউর রহমান চৌধুরী, রাসেল আহমদ সুমন, রফু মিয়া, জুয়েল তালুকদার, রিয়াজ আহমদ, ফয়জুল হক জুনেদ, এমজিএ সুহিন, জুনেদ আহমদ, কামাল উদ্দিন, মাহফুজুল ইসলাম মিঠুন, তাজুল ইসলাম, রুহুল আমিন, হেলাল আহমদ, তারেক আহমদ, এমরান হোসেন, রহমত এলাহী নাঈম, রাজু আহমদ, শহীদুল হক, শিপন চৌধুরী, রাসেল আহমদ, তুহিনুর রহমান প্রমুখ।