বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মাদক-অস্ত্র মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২৬ পিএম

মাদক ও অস্ত্র মামলায় তদন্তের দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যে তা তদন্তকারী কর্মকর্তাকে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মাদক ও অস্ত্র মামলার তদন্ত তদারকির জন্য একটি মনিটরিং সেল গঠন করতে নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশের মহাপরিদর্শক ও সকল জেলার পুলিশ সুপারকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মাদক মামলায় নুরুল ইসলাম নামে এক আসামির জামিন শুনানির সময় মঙ্গলবার এসব নির্দেশ দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ। 

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত