সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সিইসির ছবি বিকৃতি: যুবক গ্রেপ্তার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০০ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনারসহ (ইসি) বিভিন্ন ব্যক্তির বিকৃত ছবি প্রকাশ করায় নজরুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

বুধবার বেলা ১১টায় বরিশাল শহরের রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই তথ্য জানায় র‌্যাব। মঙ্গলবার রাতে বরিশাল জেলার মুলাদী উপজেলা থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়।

নজরুল ইসলাম মুলাদী উপজেলার পূর্ব তেরচাঁদ গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে বলা হয়, আটক নজরুল ইসলাম নিজ নামের আইডির মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনারের বিকৃত ছবি, র‌্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারসহ বিভিন্ন কূটনৈতিক ব্যক্তির নামে কুৎসামূলক ও মানহানিকর বক্তব্য এবং সরকার বিরোধী তথ্য প্রচার করে আসছিল।

র‌্যাব জানায়, এ ছাড়া নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রকাশ করে সে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে মুলাদী বাজারের ব্রিজ সংলগ্ন নজরুল ইসলামের ভাড়া করা ‘নোমান পাখি ঘর’ দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটকের পর র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল তার অপরাধের কথা স্বীকার করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

তাকে মুলাদী থানায় সোপর্দ করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়েরের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত