নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) উন্মুক্ত দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘সমতার পথে সবাই একসাথে’। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী সৈয়দ আজিজুল হক। এছাড়াও সিআরপির মাঠে আয়োজিত মেলায় নিজের বই নিয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভ্যালেরি টেইলর, নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলামসহ সিআরপির রোগী, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।