মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

বাসন্তী চাকমার সংসদ সদস্য পদ বাতিলের দাবি

আপডেট : ০২ মার্চ ২০১৯, ০২:৫৬ পিএম

পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) বাসন্তী চাকমার সংসদে দেওয়া বক্তব্য প্রত্যাহার ও তার সদস্য পদ বাতিলের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে পার্বত্য অধিকার ফোরাম ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য রাখেন পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. মাঈন উদ্দিন।

লিখিত বক্তব্যে বলা হয়, বাসন্তী চাকমা বাঙ্গালী ও সেনাবাহিনী নিয়ে সংসদে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করেছেন। পার্বত্য অঞ্চল থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও এই অঞ্চলের খুন ও নির্যাতিতা হওয়া নারীদের নিয়ে কোনো কথা বলেননি। উল্টো পার্বত্য অঞ্চলে ঘটে যাওয়া গণহত্যা নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন।

সংবাদ সম্মেলন থেকে বাসন্তী চাকমার সংসদে দেওয়া বক্তব্য প্রত্যাহার ও সদস্য পদ বাতিলের দাবি জানানো হয়। একই দাবিতে আগামী ৩ মার্চ খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারী অধিকার ফোরামের জেলা আহ্বায়ক সালমা আহম্মেদ মৌ, বৃহত্তর বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত