মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

পিরোজপুরে গণপূর্তমন্ত্রী

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১১:১৫ পিএম

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে গড়তে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তেমনি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে, হাল ছাড়লে হবে না। গতকাল শনিবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সংসদ সদস্যদের দায়িত্ব হলো এলাকার উন্নয়নে কাজ করা। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ-বাণিজ্য, ঠিকাদারি কাজ ও টিআর-কাবিখার কাজে কমিশন নেওয়া সাংসদদের কাজ নয়। এ অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, একটি সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে সে কখনো সন্ত্রাসী বা মাদকাসক্ত হতে পারে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত