বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা গণপিটুনিতে নিহত

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০১:০৬ এএম

ঈশ্বরদীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টার সময় আটক এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গত শুক্রবার গভীর রাতে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের পুরনো মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন গভীর রাতে পাঁচ-ছয়জনের ডাকাত দল গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে পতিরাজপুরে তাইজুলের বাড়িতে ডাকাতির চেষ্টা করে। সে সময় ডাকাতরা বাড়ির লোকজনকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। বাড়ির লোকরা চিৎকার শুরু করলে এলাকাবাসী জড়ো হয়ে ডাকাতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তখন এক ডাকাত ধরা পড়লেও অন্যরা পালিয়ে যায়। উত্তেজিত গ্রামবাসী ওই ডাকাতকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত