বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

ধুনটে বিকাশ এজেন্টের টাকা ও মোবাইল ছিনতাই

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১১:২২ পিএম

বগুড়ার ধুনট উপজেলার পল্লীতে আবদুল মান্নান (৪২) নামে এক বিকাশ এজেন্টের ৬০ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দুপুরের পর মথুরাপুর-ছাতিয়ানি সড়কের উলিপুর গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার মথুরাপুর বাজরে দীর্ঘদিন ধরে বিকাশ এজেন্টের ব্যবসা করেন আবদুল মান্নান। শনিবার দুপুরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি বাইসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।

পথে উলিপুর গ্রামের মোড়ে পৌঁছলে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী এসে আবদুল মান্নানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এরপর তারা মান্নানের ব্যাগে থাকা ৬০ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় আবদুল মান্নান আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত বিকাশ এজেন্টের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইকারী চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি সুস্থ হয়ে থানায় মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত