বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

সরকারের এই মেয়াদেই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০২:১০ এএম

সরকারের চলতি মেয়াদেই শুরু হবে দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণকাজ। মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটের মধ্যে এ সেতু নির্মাণ হবে। সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের এক প্রশ্নের লিখিত উত্তরে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে এমনটা জানানো হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও আগে থেকেই প্রশ্নের উত্তর লিখিত ছিল। সংসদ অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে এটি রাখা হয়। লিখিত উত্তরে সেতুমন্ত্রী বলেন, ঢাকা-ফরিদপুর মহাসড়কের পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। সেতু নির্মাণে পিডিপিপি নীতিগতভাবে অনুমোদন হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত বছর ৩০ মে অনুষ্ঠিত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্র্তৃপক্ষের বোর্ড অব গভর্নরসের দ্বিতীয় সভায় দ্বিতীয় পদ্মা বহুমুখী সেতুর উদ্যোগ নির্মাণাধীন পদ্মা সেতুর কার্যক্রম শেষ হলে এর অভিজ্ঞতা পর্যালোচনার পর গ্রহণ করা যেতে পারে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়। বর্ণিত সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কার্যক্রম শুরু করা সম্ভব হবে আশা করা যায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১৪ ডিসেম্বর রাজবাড়ীতে এক নির্বাচনী জনসভায় ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানিকগঞ্জ-রাজবাড়ী রুটে সেতু নির্মাণে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার বাসিন্দারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত