বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে খুন

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০২:১৬ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় ছুরিকাঘাতে আজগর আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে শিকলবাহার কলেজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর মাহমুদ দেশ রূপান্তরকে জানান, কলেজ বাজার এলাকার আজম আলীর পুকুর পাড়ে একটি কক্ষে তিনজন যুবককে ইয়াবা সেবন করতে দেখে আজগর বাধা দেন। এ নিয়ে তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে আজগর আলীর পেটে ছুরিকাঘাত করে এক যুবক।

ছুরিকাহত আজগর আলীকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান ওসি।

নিহত যুবক শিকলবাহা ইউনিয়নের মোহাম্মদ সালেহর ছেলে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত