দেশের তিন জেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে রাজশাহীর গোদাগাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারী নিহত হয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বাসের ধাক্কায় এক অটোরিকশাচালক ও খুলনার কয়রা উপজেলায় চালবোঝাই ট্রলির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বিস্তারিত নিজস্ব প্রতিনিধি ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
রাজশাহী : গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সজুবালা (৪০) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ডাইংপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সজুবালা উপজেলার মাটিকাটা ইউনিয়নের চৌদুয়ার গ্রামের আমির চাঁদের স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় রূপচান (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সকালে পৌর এলাকার উপরাজারামপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। রূপচান শিবগঞ্জ উপজেলার চকদৌলতপুর এলাকার প্রয়াত আরশাদ আলীর ছেলে।
খুলনা : কয়রা উপজেলায় চালবোঝাই ট্রলির ধাক্কায় আরশাদ আলী গাজী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল দুপুরে কয়রা সদর ইউনিয়ন পরিষদের প্রবেশ পথে এ দুর্ঘটনা ঘটে। আরশাদ আলী সদর ইউনিয়নের মদিনাবাদ গ্রামের প্রয়াত নজু গাজীর ছেলে।