শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

মারা গেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৯:৫৮ এএম

জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শনিবার সকাল ৯টা ১২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৬ বছর।

দেশ রূপান্তরকে খবরটি নিশ্চিত করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি- ২ খন্দকার দেলোয়ার জালালি।

৬ সেপ্টেম্বর  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন বাবলু। কয়েকদিন আগে শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়।

এর আগে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে প্রচারণা চালাতে পাঁচ দিন তিনি সিলেটে অবস্থান করেন। ঢাকায় ফেরার পর তার করোনা ধরা পড়ে।

এইচ এম এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন জিয়াউদ্দিন বাবলু। 

ডাকসুর সাবেক এই জিএস দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত