জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সোমবার থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ সফল করতে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে মৎস্য বিভাগের পক্ষ থেকে।
সচেতনতামূলক সভা, ব্যানার, পোস্টার, লিফলেট, মাইকিং ইত্যাদির মাধ্যমে জেলেদের সচেতন করা হচ্ছে।
এদিকে অভিযানকে সামনে রেখে সাগর ও নদী থেকে ফিশিং বোট, ট্রলার, নৌকা ও মাছ ধরার অন্যান্য সরঞ্জাম নিয়ে জেলেরা ঘাটে ফিরতে শুরু করেছে।
এ ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, কেনাবেচা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।
আইন অমান্যকারীকে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে।
নিষেধাজ্ঞার ২২ দিন ১ লাখ ৩২ হাজার জেলে পরিবারের জন্য ২০ কেজি করে মোট ২ হাজার ৬৪০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে চাল বিতরণ শুরু করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় আমাদের সকল প্রস্তুতি শেষের দিকে। বাস-ট্রাক-লঞ্চগুলোতে চিঠি দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ মাছ পরিবহন থেকে বিরত থাকার জন্য। বন্ধ রাখার জন্য বলা হয়েছে সকল বরফ কলগুলোকে। আগামীকাল থেকে প্রত্যেক উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান বাস্তবায়নে মাঠে কাজ করবেন। একই সঙ্গে পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবে।
তিনি জানান, একটি প্রাপ্ত বয়স্ক ইলিশ মাছ এ সময়ে সর্বোচ্চ ২৩ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পাড়ে। সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।
তাই জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় সকলকে আরও বেশি সচেতন হওয়ার কথা বলেন তিনি।