সদ্য প্রয়াত লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার পশ্চিমবঙ্গের সব সরকারি অফিসে অর্ধদিবস ছুটি থাকবে। এমনটাই জানিয়েছেন ভারতের বাংলাভাষী রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও জানান, আগামী ১৫ দিন রাজ্যে সুরসম্রাজ্ঞীর গান বাজবে।
টুইট বার্তায় মমতা লেখেন, ‘ভারতের প্রয়াত আইকন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার অন্তরের শ্রদ্ধা। তার পরিবার ও গোটা বিশ্বে তার কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা। প্রতিভার নিরিখে তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গেল। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই গ্রহের তার সমস্ত ভক্ত ও অনুরাগীদের মতো আমিও তার কণ্ঠস্বরে মুগ্ধ ছিলাম।’
মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার সকাল ৮টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। তার বয়স হয়েছিল ৯২ বছর।
লতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। দুই দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
মোদি বলেন, ‘লতা দিদির কাছ থেকে যে অগাধ স্নেহ পেয়েছি, তা আমার কাছে সম্মান। তার সঙ্গে যোগাযোগের স্মৃতি অবিস্মরণীয়। গোটা দেশের সঙ্গে আমিও লতা দিদির প্রয়াণে শোকাহত। তার পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি।’
লতা বাংলাভাষী না হলেও তার কণ্ঠে বাঙালি পেয়েছে অবিস্মরণীয় অনেক গান। কলকাতার নামি কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করেছিলেন তিনি।
গত জানুয়ারির শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে লতার। তারপর ১১ জানুয়ারি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন এ শিল্পী। প্রথম থেকেই তাকে আইসিইউ-তে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি লতার কভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি।