বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নর্ড স্ট্রিম নাশকতায় ইউক্রেনীয় গোষ্ঠীর সংশ্লিষ্টতা

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১২:৩৮ এএম

যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রতিবেদনগুলো থেকে ধারণা পাওয়া গেছে, সম্ভবত ইউক্রেনপন্থি কোনো গোষ্ঠী গত সেপ্টেম্বরে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে নাশকতা চালিয়েছে। রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ পাইপলাইনে নাশকতা নিয়ে এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত ইউক্রেনপন্থি একটি গোষ্ঠী পাইপলাইনের ওপর সমন্বিত হামলা চালিয়েছে। তবে কে বা কারা সেই অভিযান আয়োজন ও তার অর্থায়ন করেছিল, তা এখনো স্পষ্ট নয়। জার্মান তদন্তকারীদের ধারণা, অর্থের বিনিময়ে মোট পাঁচ পুরুষ ও এক নারী সরাসরি সেই অভিযানে অংশ নিয়েছিল। সবাই ছিল জাল পাসপোর্টধারী। খুব সম্ভবত তারা ইউক্রেনীয় ও রুশ নাগরিক। তবে এ হামলার পেছনে ইউক্রেন সরকারের কোনো কর্মকর্তা আছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর সপ্তম মাসে ওই পাইপলাইনে কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়, এতে রাশিয়া থেকে জার্মানিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহে মারাত্মক বিঘœ ঘটে। ২৬ সেপ্টেম্বরের এই হামলার ঘটনাগুলো সুইডেন ও ডেনমার্কের একান্ত অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ঘটে। প্রাথমিক তদন্তের পর দুই দেশই জানায়, বিস্ফোরণগুলো সচেতনভাবে ঘটানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত