ঘরে পোকামাকড়ের উপদ্রব খুবই বিরক্তিকর। আর তা যদি হয় তেলাপোকা, তাহলে তো কথাই নেই। এটি শুধু বিরক্তিকরই নয়, নানারকম অসুখের কারণও। কারণ এটি ঘরে থাকলে নানা ধরনের জীবাণু ছড়ানোর ভয় থাকে।
ঘরে তেলাপোকার দেখলেই অনেকে এর বংশ নির্বংশ করার জন্য উঠে-পড়ে লেগে যান। সাহায্য নেন বিভিন্ন ধরনের রাসায়নিক স্প্রের। কিন্তু এতে করে স্বাস্থ্য হুমকিতে পড়ে ঘরে থাকা সদস্যরা। অনেক সময় ঘটে যেতে পারে মারাত্মক ঘটনা।
তাই তেলাপোকা বা এসব ধরনের পোকা মারতে গেলে সতর্ক থাকা উচিত। এ ক্ষেত্রে তেলাপোকা তাড়ানোর জন্য ঘরোয়া কিছু উপায় রয়েছে। খুব সহজে দূর হবে ঘরের তেলাপোকা।
১. তেজপাতা তেলাপোকা দূর করতে সাহায্য করে। কয়েকটা তেজপাতা গুঁড়া করে নিন। যেসব স্থানে তেলাপোকা আসতে পারে সেখানে তেজপাতার গুঁড়া রেখে দিন। তেলাপোকা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। এটি তেলাপোকা মারবে না কিন্তু তেলাপোকাকে ঘর থেকে দূরে রাখবে।
২. সমপরিমাণে বেকিং সোডা এবং চিনি মিশিয়ে নিন। এবার যেসব ঘরে তেলাপোকা আনা গোনা সেখানে ছিটিয়ে দিন। তেলাপোকা এটি খাওয়ার সাথে সাথে মারা যাবে।
৩. কিছু শসার খোসা নিন। খোসাগুলো একটি অ্যালুমিনিয়ামের ক্যানে ঢুকিয়ে যেখানে তেলাপোকার আনাগোনা রয়েছে, সেসব স্থানে রেখে দিন। শসার খোসা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে যে দুর্গন্ধ সৃষ্টি করে, তাতে তেলাপোকা মরে যায়।
৪. বোরিক পাউডার এক ধরনের অ্যাসিডিক উপাদানে তৈরি। এই উপাদান পোকামাকড় ও পতঙ্গ নিধনে সহায়ক। ১ চামচ বোরিক পাউডারের সঙ্গে ২ চামচ আটা বা ময়দা মিশিয়ে মিশ্রণটি ঘরের চারপাশে ছিটিয়ে দিন। আটা-ময়দার ঘ্রাণে আকৃষ্ট হয়ে তেলাপোকা আসলে বোরিক পাউডার খেয়ে মারা পড়বে।
৫. একটি বোতলে পানির সঙ্গে রসুন, পেঁয়াজের পেস্ট এবং গোলমরিচের গুঁড়া মেশান। মিশ্রণটি ঘরের কোনায় এবং চিপা জায়গাগুলোতে স্প্রে করে দিন। এতে তেলাপোকা আসা বন্ধ হয়ে যাবে।