পটুয়াখালীর কুয়াকাটায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে সৈকতে গোসলে নেমে মারা যাওয়া সেই নাবিল শাহরিয়ার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ফলাফল হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। এ তথ্য নিশ্চিত করেছেন তার বড় ভাই লাবিব শাহরিয়ার সিয়াম।
নিহত নাবিল কলাপাড়া পৌরশহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। সে গত ৩০ জুন ঈদের ছুটিতে উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চরগঙ্গামতি এলাকায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে সমবয়সী পাঁচ/ছয়জন ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলে সৈকতে গোসল করতে নেমে সকাল সাড়ে ১১টার দিকে নিখোঁজ হয় পরে ওইদিন রাতেই ঘটনাস্থল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে তার পরিবার।
নিহত নাবিলের বড় ভাই লাবিব শাহরিয়ার সিয়াম বলেন, আমার ভাই কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। এখানে মামার বাসায় থেকে ও লেখাপড়া করতো। এসএসসি পরীক্ষা দিয়ে সে বাড়িতে গেলে এই দুর্ঘটনা ঘটে। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।