এসএসসি পরীক্ষার খাতা পুর্ননিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০৪ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩৬২ জন পরীক্ষার্থী।
সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুর্ননিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। অন্যান্য শিক্ষা বোর্ডগুলোও তাদের স্ব স্ব ওয়েবসাইটে পুর্ননিরীক্ষার ফল প্রকাশ করেছে।
ঢাকা বোর্ডের ফলে দেখা যায়, এ বোর্ডের মোট ৩ হাজার ৮৫ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তবে ফেল করা কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি। এ বোর্ডের ৭৩ হাজার ৪৬ পরীক্ষার্থী ১ লাখ ৯১ হাজারটি খাতা পুর্ননিরীক্ষার আবেদন করেছিলেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ড: দাখিল পরীক্ষার খাতা পুর্ননিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ১ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫৯৭ জন পরীক্ষার্থী। মোট ৪ হাজার ১৯৫ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ডের ফলে দেখা যায়, ২৩ হাজার ৬৬৫ জন দাখিল পরীক্ষার্থী খাতা পুর্ননিরীক্ষার আবেদন করেছিলেন। তারা ৪৭ হাজার ৬৯৯টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এ বছর ১১ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানে পাস করেছিলেন। তবে অনেকেই কাঙ্খিত ফল বা জিপিএ না পেয়ে স্ব স্ব বোর্ডে ফল পুর্ননিরীক্ষার আবেদন করেছিলেন।