বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কোরআন অবমাননায় জাতিসংঘে পশ্চিমের নিন্দা ইসলামিক নেতাদের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম

গত কয়েক মাসে সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে ফেলাসহ অবমাননার ঘটনায় এবার প্রতিবাদের ঝড় উঠেছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। এমন জঘন্য ঘটনায় পশ্চিমাদের দায়ী করে নিন্দা জানিয়েছেন তুরস্ক, কাতার এবং ইরানের প্রেসিডেন্ট।

এমনকি বাকস্বাধীনতা রক্ষা করার নামে এমন কাজকে বৈষম্যমূলক বলে সুইডেন সরকারের নিন্দা করেছেন মুসলিম নেতারা।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে আসে এ খবর।

স্থানীয় সময় মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয়েছে ৭৮তম সাধারণ অধিবেশন। অধিবেশনে আলাদা আলাদা ভাষণে কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম এবং ইরানের প্রেসিডেন্ট রাইসি।

জাতিসংঘের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, "এটি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।"

তিনি আরও বলেন, "দুর্ভাগ্যবশত, অনেক দেশের জনপ্রিয় রাজনীতিবিদরা এই ধরনের বিপজ্জনক প্রবণতাকে উৎসাহিত করে আগুন নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন।"

এরদোয়ান বলেন, "বাকস্বাধীনতার ছদ্মবেশে ইউরোপে পবিত্র কুরআনের বিরুদ্ধে জঘন্য হামলাকে উৎসাহিত করার মানসিকতা মূলত (ইউরোপের) নিজের ভবিষ্যতকে নিজের হাতে অন্ধকার করে দিচ্ছে।"

এ দিন ভাষণে কোরআন হাতে প্রতিবাদ জানান ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, “অসম্মানের আগুন ঐশ্বরিক সত্যকে কাটিয়ে উঠতে পারবে না।”

রাইসি আরও বলেন, “ইসলামোফোবিয়া এবং সাংস্কৃতিক বর্ণবৈষম্যের মতো ঘটনা পশ্চিমা দেশগুলোতে দেখা যাচ্ছে। পবিত্র ধর্মীয়গ্রন্থ অবমাননা থেকে শুরু করে স্কুলে হিজাব পরায় নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে পশ্চিমা দেশগুলোয়।“

এ সময় তিনি ফ্রান্সের দিকে ইঙ্গিত করে নিন্দা জানান যেখানে বিতর্কিতভাবে মুসলিম মেয়েদের স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করেছে।

এ ছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানি অধিবেশনে তার বক্তব্যে বলেছেন, কোনও বিবেকহীন ব্যক্তির দ্বারাই শুধু কোরআন পোড়ানোর মতো জঘন্য কাজ সম্ভব।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত