ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গত ১০ দিনে দেশটিতে প্রায় পাঁচ লাখ নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র জোনাথন কনরিকাস এক অনলাইন ব্রিফিংয়ে বলেন, প্রায় ৫ লাখ ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছে।
তিনি আরও জানান, গাজা উপত্যকার চারপাশের সকল সম্প্রদায়কে সরিয়ে নেওয়া হয়েছে, যেমন লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তর সীমান্তে ২০টিরও বেশি সম্প্রদায় ছিল।