মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ঢাবির গেট থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তি ও গণতন্ত্র তোরণ গেটের সামনে থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সোয়া ৮টায় ককটেলসদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।

প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ গেইটের পাশের ফুটপাত থেকে একটা এবং রাস্তা থেকে দুইটা ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধারকৃত বস্তুটিতে কোন বিস্ফোরক আছে কী না তা নিয়ে পরীক্ষা- নিরীক্ষা চলছে। বিশ্ববিদ্যালয় গেইটের সামনে এমন ঘটনায় সিসিটিভি ফুটেজ চেক করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, এই মুহূর্তে বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে তাদের হেফাজতে নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে হেলমেট পরে দুই যুবক নীলক্ষেত মোড় পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সামনের গেটে আসে। এ সময় হঠাৎ তারা সড়কে তিনটি বস্তু ছুড়ে মারে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে নিউ মার্কেট থানা পুলিশ বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত