ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলী আগ্রাসন বিষয়ে একটি বিশেষ সম্মেলন করতে যাচ্ছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস। মঙ্গলবার (২১ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অুনষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলনটি। এই সম্মেলনে ব্রিকস জোটের নেতাদের সঙ্গে যোগ দেবেন সৌদি আরব, ইরান, মিসর, ইথিওপিয়ার নেতারা। এই সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বক্তব্য রাখবেন বলে জানিয়েছে দ্য মস্কো টাইমস। একইসঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এই আলোচনায় অংশ নেবেন বলে গত সোমবার জানায় মার্কিন সংবাদসংস্থা ব্লুমবার্গ।
গাজায় ইসরায়েলী আগ্রাসন, নির্বিচারে বেসামরিকদের হত্যা বিশেষ করে শিশু হত্যার বিরুদ্ধে সোচ্চার ব্রিকস সদস্য দক্ষিণ আফ্রিকা এই সম্মেলন আহ্বান করেছে। ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সম্মেলনের শুরুতে উদ্বোধনী ভাষণ দেবেন তিনি।
সোমবার এক বিবৃতিতে রামাফোসা জানান, এই আলোচনায় সৌদি আরব, ইরান, মিসর, ইথিওপিয়া, আর্জেন্টিনা এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন। চলতি বছরের শুরুর দিকে এই ছয়টি দেশকে জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়।
টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, রামাফোসার আহ্বানে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে হামাস-ইসরায়েল চলমান সংঘাত নিয়ে ব্রিকসের পক্ষ থেকে একটি সাধারণ ঘোষণা দিতে যাচ্ছেন নেতারা।
গাজায় ইসরায়েলের চলমানে আগ্রাসনে এখন পর্যন্ত ১৩ হাজার ৩শ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে কমপক্ষে ৫ হাজার ৫শ’ শিশু এবং ৩ হাজার ৫শ নারী। মানবতার বিপর্যয়কর এই অধ্যায়ের দ্রুতস সমাপ্তি চাইছে বিশ্ব।