কেনিয়ার চারটি কাউন্টিতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে ১২০ জনে পৌঁছেছে। এছাড়া আরো নয়টি কাউন্টিতে উচ্চ সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা রেমন্ড ওমোলো এক বিবৃতিতে বলেছেন, ভয়াবহ বন্যায় ৮৯ হাজারের বেশি পরিবারও বাস্তুচ্যুত হয়ে ১১২টিরও বেশি শিবিরে আশ্রয় নিয়েছে। অক্টোবর থেকে এখন পর্যন্ত ১২০ জন দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে বলেও উল্লেখ করেন তিনি।
কেনিয়া এবং এর হর্ন অব আফ্রিকার প্রতিবেশী সোমালিয়া এবং ইথিওপিয়া এল নিনোর (একটি জলবায়ু প্যাটার্ন যা পূর্ব প্রশান্ত মহাসাগরে পানির অস্বাভাবিক উষ্ণতা বুঝায়) আবহাওয়ার প্যাটার্নের সঙ্গে যুক্ত প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যার সঙ্গে লড়াই করছে; যা ওই অঞ্চলে চার দশকের সবচেয়ে খারাপ খরা থেকে উদ্ভূত মানবিক সংকটকে আরো বাড়িয়ে তুলছে। এই খরা লাখ লাখ মানুষকে দুর্ভিক্ষের মুখোমুখি করেছে।
রেমন্ড ওমোলো বলেছেন, পূর্ব কেনিয়ার চারটি কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরো নয়টি কাউন্টি উচ্চ সতর্কতায় রয়েছে।
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গত সোমবার দুর্যোগের বিষয়ে জরুরি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। ক্ষতিগ্রস্ত এলাকায় বিলিয়ন বিলিয়ন কেনিয়ান শিলিং (মিলিয়ন ডলার) অর্থ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বৈঠকের পর তার কার্যালয় বলেছিল, ৭৬ জন কেনিয়ান মারা গেছে এবং ৩৫ হাজারের বেশি পরিবার তাদের বাড়িঘর থেকে সরে যেতে বাধ্য হয়েছে।