সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

৮ বছর পর ইমরান-ঝিলিকের গান

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ এএম

প্রায় আট বছর পর একসঙ্গে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ইমরান মাহমুদুল ও ঝিলিক। ‘জেনে যাও তুমি’ শিরোনামের এ গানটি লিখেছেন জামাল হোসেন, সুর-সঙ্গীত করেছেন ইমরান নিজেই। সৈকত রেজার নির্দেশনায় গান ভিডিওটি উন্মুক্ত হবে ৫ ডিসেম্বর। 

গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘ঝিলিক আর আমি একই বছরে সেরাকন্ঠ-প্রতিযোগিতার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে পেশাগতভাবে যাত্রা শুরু করি। ঝিলিক চ্যাম্পিয়ন হয়েছিলো আর আমি প্রথম রানার আপ। সেই তখন থেকেই আমাদের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মাঝে আট বছর পেরিয়ে গেছে নতুন গান করা হয়নি, এটা ভেবে আমরাও অবাক হয়েছি। ঝিলিক খুব ভালো গান গায়। তার জন্য নতুন গান করে এবং তার সঙ্গে গেয়ে আমি আনন্দিত। গানটি খুব চমৎকার রোমান্টিক একটি গান। চেষ্টা করেছি মনের মতো করে সুর-সঙ্গীত করার। আশা করা যায় যে গানটি ভালো লাগবে।’

ঝিলিক বলেন, ‘আমার তৃতীয় গানের অ্যালবাম প্রথম প্রেম-এ বেসামাল শিরোনামের একটি গান আমি আর ইমরান সর্বশেষ গেয়েছিলাম। এরপর আসলে প্রপারলি কোনো গান আর করা হয়নি। আমরা একসঙ্গে অনেক স্টেজ শো করেছি। কিন্তু নতুন মৌলিক গান করা হয়নি। এই গানটির কথা এতো চমৎকার, যে কারণে আমি কৃতজ্ঞ জামাল হোসেন ভাইয়ের কাছে। সুরটাও অভূতপূর্ব। ইমরানকে আন্তরিক ধন্যবাদ। সবমিলিয়ে গানটি নিয়ে আমি খুব খুব আশা রাখছি যে গানটি শ্রোতা দর্শককে মুগ্ধ করবে ইনশাআল্লাহ।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত