সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

পুলিশের ‍বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ তুলে ট্রাফিক বক্সে হামলা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় মোহাম্মদপুরের ট্রাফিক পুলিশের বক্সে হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে বেড়িবাঁধে এ হামলার ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত দুই জনকে আটকের দাবি করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, হঠাৎ করে বেলা ১২টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ১৫০ থেকে ২০০ জনের একটি মিছিল নিয়ে এসে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ট্রাফিক বক্সে হামলা করে। এ সময় ট্রাফিক বক্স ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এর আগে চলতি বছরের কয়েক মাস আগে অটোরিকশা চালকরা একই অভিযোগে পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটে।

হামলার বিষয় জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অটোচালক জানান, ‘গতকাল আমাদের তিনটি অটোরিকশা ট্রাফিক পুলিশ আটক করে নিয়ে যায়। এ সময় অটোচালককে মারধর করা হয়। প্রায় সময়ই পুলিশ আমাদেরকে আটক করে ১২০০ থেকে ২ হাজার টাকা চাঁদা আদায় করে। মাসিক এ চাঁদা আদায় করতে অনেক অটোরিকশায় স্থানীয় কয়েকজনের মাধ্যমে বিশেষ স্টিকার লাগিয়েছে পুলিশ। যেসব অটোরিকশা এই বিশেষ স্টিকার লাগাবে না। শুধুমাত্র তাদেরকে আটক করে জরিমানা করা হয়। মাঝেমধ্যে রিকশা আটক করে ডাম্পিং করে আমাদের থেকে টাকা আদায় করে। কেউ টাকা না দিলে তার রিকশা চলতে দেওয়া হয় না।’

এ ঘটনায় মোহাম্মদপুর ট্রাফিক ইনচার্জ (টিআই) জহরুল হক বলেন, হঠাৎ দুপুর অটোরিকশা চালকরা এসে আমাদের ও ট্রাফিক বক্সের ভেতর হামলা চালায়। এ সময় ট্রাফিক বক্স ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় আমরা মোহাম্মদপুর থানা মামলা দায়ের করেছি। মূলত ঘটনা শিয়া মসজিদ ও কলেজ গেইট এলাকায় ঘটেছে। সেখানে গাড়ি আটক করায় আমার এখানে এসে তারা হামলা চালিয়েছে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঞা জানান, এ ঘটনার সাথে জড়িত দুই জনকে আমরা আটক করেছি। এ ঘটনায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সকল আসামিকে আটকের জন্য আমরা চেষ্টা করছি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত