বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ছুঁটেই চলেছেন শামার, নিলেন অভিষেকেই ফাইফার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:০১ পিএম

ইতিহাসের ২৩তম বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট নেওয়া শামার জোসেফ অভিষেকটা আরও রঙিন করেছেন ‘পাঁচ উইকেট শিকার’ বা ‘ফাইফার’ নিয়ে। বিশ্বের ৮৮তম বোলার হিসেবে অভিষেকে এ কীর্তি গড়লেন তিনি।  অভিষেক টেস্টে ফাইফার নেওয়া দশম ক্যারিবীয় ক্রিকেটার হলেন শামার। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম কোনো উইন্ডিজ ক্রিকেটার হিসেবে অভিষেকে এ কীর্তি গড়া বোলারও হলেন শামার জোসেফ। তাতে অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ২৯৩ রানে, ৯৫ রানের লিড নিয়ে।

ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপ এক্স-এ তার পোস্টে বলেছেন, ‘অভিষেকে শামার জোসেফের পাঁচ উইকেট নেওয়া। টেস্ট ইতিহাসের সেরা গল্পগুলোর একটি। ক্রিকেটে এমন আরও গল্পের প্রয়োজন।’

ইয়ান বিশপের পোস্ট

দেশের ভেতরে-বাইরে মিলিয়েই অভিষেকে ৫ উইকেট শিকারি ক্যারিবিয়ান বোলারদের লম্বা খরাও ঘুচালেন শামার।  ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেকে ৫ উইকেট শিকারের সবশেষ কীর্তি গড়েছিলেন এখনকার সাদা বলের দলের কোচ ড্যারেন স্যামি। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ৬০ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। 

অভিষেক টেস্ট না হলেও অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্টে ৫ উইকেট শিকারি ক্যারিবিয়ান বোলার এতদিন ছিলেন একজনই। ১৯৫১ সালে ব্রিজবেনে যে স্বাদ পেয়েছিলেন বাঁহাতি স্পিনার আল্‌ফ ভ্যালেন্টাইন।

২৪ বছর বয়সী গায়ানা গহীন প্রত্যন্ত থেকে উঠে আসা পেসারের জন্য এ টেস্টটি যেন স্বপ্নযাত্রার মতো। উইনন্ডিজদের প্রথম ইনিংসে এগারো নম্বরে নেমে করেন দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান। বোলিংয়ে আগের দিনই ফিরিয়েছিলেন ওপেনার হিসেবে ক্যারিয়ার শুরু করা স্টিভেন স্মিথকে। অস্ট্রেলিয়ার ইনিংসের নবম ওভারে বল হাতে পান শামার জোসেফ। প্রথম বলের জন্য রানআপের শেষ মাথায় পৌঁছেও বল করেননি। হয়তো অনুভব করছিলেন পেটে প্রজাপতির নাচন। এরপর আর ভুল নয়। ১৩৬.৭ কিলোমিটার গতিতে অফ স্টাম্পের একটু বাইরের লেংথ বল স্টিভ স্মিথের ব্যাটের কানায় লেগে পৌঁছে যায় স্লিপ ফিল্ডার জাস্টিন গ্রিভসের আশ্রয়ে। প্রথম বলেই উইকেটের স্বাদ পেয়ে খ্যাপাটে দৌড়ে অ্যাডিলেইড ওভালের সবুজ আঙিনায় ছুটতে থাকেন জোসেফ। তাকে আর পায় কে!  

অজি ইনিংস শেষের পর শামার

‘স্টিভ স্মিথের উইকেট, আমার অনেক প্রিয় একজন ক্রিকেটার, (প্রথম বলেই) তার উইকেট...আমার সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। আমি আসলে এই ছবিটা নিজের ঘরে বাঁধাই করে রাখতে চাই।’ দিনের খেলা শেষে বলেছেন উইন্ডিজের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট শিকারের অনুভূতির কথা।

এরপর গতকালই মারনাস লাবুশেনকে নিজের দ্বিতীয় শিকার বানান শামার। আজ দিনের শুরুতে ফেরান ক্যামেরন গ্রিনকে। দ্বিতীয় সেশনে ফেরান মিচেল স্টার্ককে। আর পঞ্চম উইকেট হিসেবে সাজঘরের পথ দেখান নাথান লায়নকে। তাতেই দশম ক্যারিবীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে নিলেন পাঁচ উইকেট। জোসেফের এমন দুর্দান্ত স্পেলে অস্ট্রেলিয়াকে ২৮৩ রানে গুটিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া লিড পেয়েছে ৯৫ রানে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত