রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ভেঙে ফেলা হয়েছে সেই ‘ইত্যাদি পয়েন্ট’

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১১:১৬ এএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তঘেঁষা লেকের নামকরণ করা হয় শহীদ সিরাজ লেক। স্থানীয়ভাবে লেকটি নীলাদ্রি লেক হিসেবেও পরিচিত। এই জায়গাটি এখন পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজের নামে নামকরণ করা হয় লেকটির।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শহীদ সিরাজ লেকে ‘ইত্যাদি পয়েন্ট’ নামে স্থাপনা হচ্ছে এমন একটি ছবি ছড়িয়ে পড়ে। বিষয়টি ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। স্থানীয় সাংবাদিক ও এর সমালোচনা করে একের পর এক পোস্ট করতে থাকেন ফেসবুকে। ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায় লেকের পাশে একটি স্থানে পাকা করে নামকরণ করা হচ্ছে ‘ইত্যাদি পয়েন্ট’। এতে ক্ষোভ তৈরি হয় সকলের মাঝে। 

জানা যায়, ২০১৮ সালে শহীদ সিরাজ লেকের পাশে ইত্যাদির একটি পর্বের শুটিং হয়। বিশেষ সেই পর্বে সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য-দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলো দেখানো হয়। সম্প্রতি এই লেকের সামনে জেলা প্রশাসনের অনুমতিতেই ইট-পাথরের তৈরি ‘ইত্যাদি’ নামে ফলক নির্মাণ করা শুরু করে পর্যটন কর্পোরেশন। যার নাম দেওয়া হয় ইত্যাদি পয়েন্ট।

এতে ক্ষোভে ফেটে পড়তে থাকেন স্থানীয়রা। তাদের ধারণা, এ কাজ অনেক গোপনে করা হচ্ছিল। কারণ নির্মাণ প্রায় শেষ পর্যায়ে আসার পর মানুষের নজরে আসে বিষয়টি। নানামুখী প্রতিবাদের পর অবশ্য কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভেঙে ফেলা হয়েছে ইত্যাদি লেখা পাকা স্থাপনাটি।

সুনামগঞ্জের স্থানীয় সাংবাদিক শহীদ নূর আহমেদ তার ফেইসবুকে লিখেন, ‘কিসের ইত্যাদি পয়েন্ট মিয়া? সুনামগঞ্জ তার নিজের পরিচয়ে পরিচিত। এটি ভেঙ্গে ফেল। না হয় নিজে এসে জনতাকে নিয়ে ভেঙ্গে ফেলবো।’

স্থানীয়দের বরাতে জানা গেছে, ২০১৭ সালে এখানে ডিসি পার্ক করার উদ্যোগ নেওয়া হয়। ট্যুরিজম বোর্ডের মাধ্যমে বরাদ্দ নিয়ে আসেন তৎকালীন ডিসি। পরে তিনি বদলি হয়ে গেলে নতুন ডিসির কাছে লেকটির নাম ‘শহীদ সিরাজ লেক’ করার দাবি জানান স্থানীয়রা। এতে সাড়া দিয়ে শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে শহিদ সিরাজ লেক নামকরণের ঘোষণা দেন ডিসি। সিরাজের ছবি সম্বলিত একাধিক সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন তিনি। ভেঙ্গে ফেলেন ‘নিলাদ্রী-ডিসি পার্ক’ ফলক। 

জানা গেছে, ২০১৮ সনের নভেম্বরে ‘ইত্যাদি’ নিলাদ্রী লেক নামে প্রথমে শুটিং করে। পরে প্রতিবাদের মুখে তারা শহিদ সিরাজ লেক নামে পর্বটি পরিচালনা করে। ২০২৩ সনের ডিসেম্বরে ট্যুরিজম বোর্ড ও ইত্যাদি এখানে ‘ইত্যাদি পয়েন্ট’ নামে একটি স্থাপনা নির্মাণের প্রকল্প গ্রহণ করে। গত সপ্তাহে ইট, পাথর, বালু, সিমেন্ট ও রডের মিশ্রণে স্থায়ী নির্মাণের কাজ শুরু করে তারা। 
 
স্থানীয় সাংবাদিক শামস শামীম তার ফেইসবুকে অভিযোগ করে লিখেছেন, সরকারি খরচে ইত্যাদিকে প্রমোট করতে ‘ইত্যাদি পয়েন্ট’ নামে সারাদেশে এমন ঐতিহ্যবাহী এলাকায় স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে ট্যুরিজম বোর্ড। তারই ধারাবাহিকতা এটি। 

এ ঘটনা নিয়ে সময় বাড়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়তে থাকে ক্ষোভ। কমেন্টেও লোকজন সমালোচনা করতে থাকেন। 

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল দেশ রূপান্তরকে জানান, হুট করে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ সিরাজ লেকে ইত্যাদি পয়েন্ট লিখে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এটা দেখে আমি নিজেও হতবাক।  যাই হোক তোপের মুখে এটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভেঙে ফেলা হয়েছে। আমরা এটা মানতে পারি না। হুট করেই যেকোনো স্থানের নাম বদলে ফেলা হবে। এ ব্যাপারে আমাকেও কেউ আগে থেকে কিছু জানায় নি। এই স্থানটি যে ভাবে একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজের নামে করা সে ভাবেই থাকবে বলে আমরা আশা করি। 

জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী দেশ রূপান্তরকে জানান, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট খনি প্রকল্পের পাশে ইত্যাদি পয়েন্ট নির্মাণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ তৈরি হয়েছে নামকরণ নিয়ে। এই ব্যাপারটি জেলা প্রশাসনের নজরে আসে। ইতোমধ্যে নির্মিত সব স্থাপনা অপসারণ করা হয়েছে। যেহেতু সবার মধ্যে এ নিয়ে ক্ষোভ তৈরি হয়ে তাই বিষয়টি দ্রুত সময়ের মধ্যেই সমাধান করা হয়েছে।  

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত