মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

শীতার্ত মানুষের মাঝে সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম

সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গরিব, দুস্থ, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে সোনালী ব্যাংক পিএলসি। সোমবার (২২ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে কম্বল বিতরণ করা হয়।  

গরিব, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান, ঢাকা সাউথের জেনারেল ম্যানেজার গিয়াস উদ্দিন মাহমুদ এবং লৌহজং উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস মুন্সীগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুল মতিন, লৌহজং শাখার ম্যানেজার আহমেদ মামুন কোরাইশি উপস্থিত ছিলেন। সিএসআরের আওতায় সারাদেশে দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছে সোনালী ব্যাংক পিএলসি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত