মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

নিজেকে প্রমাণ করতে করতে হাঁপিয়ে উঠেছেন ম্রুণাল

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:২৫ পিএম

তেলুগুতে ‘হাই নান্না’ এবং ‘সীতা রামাম’-এর মতো লাভ স্টোরিতে অভিনয় করেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ছবির গল্প আবেগে ভরা। কিন্তু অভিনেত্রীর কথায়, হিন্দিতে তাঁর কাছে একই রকমের গল্প পাওয়া কঠিন। 

পিঙ্কভিলার সঙ্গে একটি কথোপকথনে ম্রুণাল বলেছেন, হিন্দিতে রোম্যান্স করতে না পারার কারণ তিনি মনে করেন তিনি হয়তো 'যথেষ্ট জনপ্রিয়' না।

সাক্ষাৎকারে যখন ম্রুণালকে প্রশ্ন করা হয়, কবে হিন্দিতে রোম্যান্টিক ছবিতে তিনি অভিনয় করবেন? জবাবে অভিনেত্রী বলেছেন, ‘আমি জানি না, আমি এখনও প্রেমের গল্প পাওয়ার মতো জনপ্রিয় নই। আমি কি ভুল বলছি? প্রেমের গল্প পেতে হলে আমাকে জনপ্রিয় হতে হবে, না? আমার কাছে অনেক সিনেমার অফার আছে, তবে অবশ্যই রোম্যান্টিক সিনেমা নয়। আমি সেগুলোও করতে চাই’। 

তিনি আরও জানিয়েছেন, ‘আমি জানি না, এখন প্রযোজকদের কাছে নিজেকে প্রমাণ করতে করতে ক্লান্ত। আমি চাই এটা স্বাভাবিক ভাবেই হোক, আমি ওদের কাছে এখন বলা বন্ধ করেছি’।

অভিনেত্রী আরও দাবি করেছেন, রোম্যান্স ফিরিয়ে আনার জন্য অনেকেই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, ‘আমরা সবাই রোম্যান্টিক সিনেমা দেখে বড় হয়েছি এবং হঠাৎ এমন ঘরানার কোনও সিনেমা ছিল না। সবাই ভান করে তারা রোম্যান্স পছন্দ করে না কিন্তু সবাই গোপনে দেখে। আমি খুশি হাই নান্না এবং সীতা রামম এভাবে তৈরি করা হয়েছে। আমি ম্যাজিক চালিয়ে যেতে চাই, আশা করি অন্য ভাষায়ও। যখন আমাকে রোম্যান্সের রানি বলা হয় তখন আমি অবাক হয়েছিলাম কারণ শাহরুখ খান রোম্যান্সের রাজা’। 

২০২৩ সালে একাধিক প্রোজেক্টে কাজ করেছেন ম্রুণাল। হিন্দিতে গুমরাহ, লাস্ট স্টোরিজ ২, আঁখ মাঞ্চোলি এবং পিপ্পা ছবিতে অভিনয় করেছেন। তেলুগুতে ‘সীতা রামমে’র পরই ‘হাই নান্না’তে অভিনয় করেছেন। 

শিগগিরই বিজয় দেবেরাকোন্ডা এবং পরিচালক পরশুরাম পেটলার সঙ্গে ‘ফ্যামিলি স্টারে’ অভিনয় করবেন। তিনি নভজ্যোত গুলাটির হিন্দিতে ‘পূজা মেরি জান’ ছবিতেও অভিনয় করবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত