রাজধানীর শাহবাগ থানার ভেতরে জব্দ করে রাখা গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল পৌনে ৩টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর তাদের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।