জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী আজ রবিবার (১৭ মার্চ)। সারা দেশে দিনটি ‘জাতীয় শিশু দিবস’ হিসাবে উদযাপিত হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয় সুবিধাবঞ্চিত শিশুদের মেট্রোরেলে আনন্দ ভ্রমণের আয়োজ করে।
আজ রবিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিতদের নিয়ে মেট্রোরেলে আনন্দ ভ্রমণে যুক্ত হন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
জানা যায়, ৫০ জন সুবিধাবঞ্চিত শিশু নিয়ে মেট্রোরেলে আনন্দ ভ্রমণের আয়োজন করে সড়ক ও জনপথ অধিদপ্তর। এদের সবাইকে নিয়ে মতিঝিল মেট্রোস্টেশন থেকে বেলা ১১টা ২০মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। স্বাভাবিক ট্রেনের মতোই সবগুলো স্টেশনে এই ট্রেন থেমে স্টেশনে পৌঁছায়। ফেরার পথে শিশুদের জন্য বিআরটিসি বাস ব্যবহার হয়।