শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

ব্রিজ ভেঙে পিকআপ খালে

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৭:২৮ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ ও আনোয়ারা উপজেলার সংযোগ সেতু চাঁনখালী খালের ওপর নির্মিত পরিত্যক্ত বেইলি ব্রিজ ভেঙে একটি বালুবাহী পিকআপ (ডাম্পার) খালে পড়ে গেছে। এ সময় পিকআপের চালক মো. সাকিব আহত হয়েছেন। তিনি  চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে।

শনিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে চন্দনাইশের বরকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানিয়েছেন, ১৯৯০ সালে কোটি টাকা ব্যয়ে দোহাজারি সড়ক ও জনপদ বিভাগ এই সেতুটি নির্মাণ করে। পাশাপাশি বরকল সেতু নামে একটি নতুন ব্রিজ ২০২২ সালে উন্মুক্ত করে দিয়ে ওই বেইলি ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আজ সকালে আনোয়ারার দিক থেকে বালুবাহী পিকআপটি ব্রিজের মাঝখানে এলে ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায়।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজবাহ-উল-আলম বলেন, ব্রিজটি আগে থেকেই পরিত্যক্ত। আমরা দ্রুত ভেঙে যাওয়া ব্রিজটি উদ্বারের কাজ শুরু করবো।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত