সতেরো বছর আগে অর্থাৎ ২০০৭ সালে ‘ওয়ান্টেড’ সিনেমা দিয়ে নতুন করে জন্ম হয়েছিল সালমান খানের। এবার শোনা যাচ্ছে সেই সিনেমার সিক্যুয়াল নির্মাণ করবেন প্রযোজক বনি কাপুর।
সম্প্রতি সেই বিষয় নিয়ে কথা বলেছেন প্রযোজক। বনি কাপুর বলেন, ‘সালমানের সঙ্গে কথা হয়েছে। সে এটার সিক্যুয়াল করতে রাজি হয়েছে। তবে সেটা কখন তৈরি হবে এখনো বলতে পারছি না। সালমান আমাকে প্রমিজ করেছে যে, এটার বিষয়ে আমি যখনই সিদ্ধান্ত নেব, যখনই সঠিক স্ক্রিপ্ট পাব তখনই সে এটা করবে।’
শুধু ‘ওয়ান্টেড’-এর সিক্যুয়ালই নয়, অনিল কাপুরকে নিয়ে ‘মিস্টার ইন্ডিয়া’র সিক্যুয়াল করার পরিকল্পনাও রয়েছে প্রযোজকের। তার ভাষ্যে, ‘মিস্টার ইন্ডিয়া’র জন্য বিদেশি এক প্রডাকশন হাউজের সঙ্গে কথা হচ্ছে। তবে এটা সিক্যুয়াল নয়, রিবুট হবে।
এর আগে বনি কাপুর ‘নো এন্ট্রি’ সিনেমার সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দেন। তবে সেখানে সালমান খান কিংবা অনিল কাপুর থাকছেন না এবার। এতে থাকবেন বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, দিলজিৎ প্রমুখ।