মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

মিরাজের লড়াইয়ের পরও ১৯২ রানের হার বাংলাদেশের

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১২:৪৮ পিএম

চট্টগ্রাম টেস্টে ১৯২ রান হারল বাংলাদেশ। বাংলাদেশের শেষ ব্যাটসম্যান খালেদ আহমেদকে বোল্ড করে শ্রীলঙ্কাকে জয় এনে দেন পেসার লাহিরু কুমারা। তাতে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করল লঙ্কানরা।

শেষ ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে কেবল ৭৬ মিনিট আটকে রাখতে পারল বাংলাদেশ। দিনের দ্বিতীয় ঘণ্টায় তারা গুটিয়ে গেল ৩১৮ রানে। পঞ্চম দিন ১৮ ওভারে ৫০ রান যোগ করে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ১১০ বলে ৮১ রানে।

দিনের শুরুতে ড্রেসিং রুমে ফেরেন তাইজুল ইসলাম। পরে হাসান মাহমুদের সঙ্গে ৩১ রানের জুটি গড়েন মিরাজ। পরপর দুই ওভারে হাসান ও সৈয়দ খালেদ আহমেদকে ফিরিয়ে বাংলাদেশকে গুটিয়ে দেন লাহিরু কুমারা।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কুমারা। কামিন্দু মেন্ডিসের শিকার ৩টি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত