মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

বিয়ের প্রলোভনে ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, জবি শিক্ষক বরখাস্ত

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:৫২ পিএম

বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সহকারী অধ্যাপক এ বি এস মাণিক মুনসীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম সিন্ডিকেট সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এই অভিযোগে তাকে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

উপাচার্য জানান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মাণিক মুনসীর বিরুদ্ধে নিজ বিভাগের ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এজন্য সিন্ডিকেটে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন স্থায়ী বরখাস্ত করা হবে না, সেই জবাব চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছর শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে। এ সময় ওই শিক্ষক অভিযোগকারী ছাত্রীকে জানান, স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে।

সিন্ডিকেট সভায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমন সাময়িক বরখাস্তের পর দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকেও কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা জানতে চেয়েছে প্রশাসন।

তবে সিন্ডিকেট সভায় আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি এখনও প্রতিবেদন জমা হয়নি। এজন্য এ বিষয়ে সিন্ডিকেট সভায় কোনো সিদ্ধান্ত নেয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত