পরাজয়, আমার পরাজয়
আমার নির্জনতা ও নির্লিপ্ততা-
হাজার জয়ের চেয়ে তুমিই
আমার অধিকতর প্রিয়।
পৃথিবীর যেকোনো জয়ের চেয়েও
তুমিই বেশি মিষ্ট!
পরাজয়, আমার পরাজয়
আমার আত্মজ্ঞান ও অবাধ্যতা!
যদিও তুমি জানো যে, আমি-
এখনো তরুণ এবং সেই জন্যে
আমি বিষবৃক্ষেরও কাঁটাবিদ্ধ হব না!
তোমার মাধ্যমে আমি পেয়েছি
একাকিত্বের সন্ধান।
আরও মিলেছে সকলের সঙ্গ ত্যাগ
সাথে আবার অবজ্ঞা।
পরাজয়, আমার পরাজয়
আমার আলোকিত তরবারি ও তার খোলস!
তোমার চোখে আমি দেখেছি যে-
রাজার আসনে বসা মানে দাসত্ব বরণ করা
আর কিছু বোঝার মানে হচ্ছে-
নিজেকেই ছোটো করা
কারো সবটা উপলব্ধি করলেও!
পরাজয় এমন যে, পাকা ফল পরার মতন
কিন্তু সে ফল ক্ষয়প্রাপ্ত!
পরাজয়, আমার পরাজয়
ওহে আমার একমাত্র সঙ্গী
তোমার উচিত-
আমার কবিতা,দু:খ আর শূন্যতায় কান পাতা,
পাখির পাখনার শব্দে, সমুদ্রের গর্জনের মতোন শব্দে,
আমার সাথে কথা বলা।
মাউন্টেন রাতে গলে পরার মতন করে-
তোমার উচিত একাই আমার রুক্ষ আত্মায় আরোহন করা!
পরাজয়, আমার পরাজয়
আমার আমৃত্যু সাহস!
সংকটে আমরা একই সাথে হাসবো,
যারা হতাশায় মরে যায় একত্রে তাদের কবর খুঁড়বো,
এবং আমাদের উচিত সবকিছুর শেষ চেষ্টা করে যাওয়া।
যেন কেউ দমাতে না পারে এমন ভয়ংকর হয়ে ওঠা।