মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

কালিহাতীতে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৫:১৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতীর বংশাই নদীতে গোসল করতে নেমে মাশিয়ান (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি তার সঙ্গীদের সঙ্গে মামা বাড়ির সামনে নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। সে ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার এলাকার মাসুদ তালুকদারের ছেলে।

সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান, নিখোঁজ মাশিয়ান তার বন্ধুদের নিয়ে নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করলেও মাশিয়ানকে উদ্ধার করতে পারেনি।

এদিকে শিশুটি নিখোঁজের খবর পেয়ে টাঙ্গাইল সদর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে ছুটে যায়। শিশুটির সন্ধান পেতে তারা কাজ করছে।

টাঙ্গাইল সদর ফায়ার স্টেশনের লিডার আমজাদ হোসেন জানান, শিশুটির সন্ধান পেতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কাজ করছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত