মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বিয়ার স্নানে সিক্ত আলোনসো

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ পিএম

স্প্যানিশ ম্যানেজার জাভি আলোনসো জাদুতে নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মত বুন্দেসলিগার শ্রেষ্ঠত্ব লাভ করল বেয়ার লেভারকুসেন। বহু কাঙ্ক্ষিত এই আনন্দের দিনে লেভারকুসেনের উৎসবও হলো বাধঁভাঙ্গা। শিষ্যরা দলটির ম্যানেজার আলোনসোর সংবাদ সম্মেলনে এসে তাঁর মাথায় বিয়ার ঢেলে মাতলেন উন্মাদনায়। যা রীতিমত আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

রবিবার বুন্দেসলিগার ম্যাচে ওয়েডার ব্রেমনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে লেভারকুসেন। আর তাতেই ৫ ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়ে যায় তাদের লিগ শিরোপা। শুধু তাই নয়, ক্লাব হিসেবে সব ধরনের প্রতিযোগিতায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার অনন্য এক কীর্তি গড়েছে জার্মান ক্লাবটি।

এতো সব মাইলফলক ছোঁয়ার পর লেভারকুসেনের উৎসবও হলো দেখার মতো। শেষবাঁশি বাজার সঙ্গে-সঙ্গেই সমর্থকরা মাঠে ঢুকে ফুটবলারদের সাথে একই কাতারে দাঁড়িয়ে উদযাপন করলেন। সোনার হরিণ শিরোপা নিয়ে দলের সকলের ফটোসেশনটাও হলো চোখধাঁধানো।

এরপর ফুটবলাররা মাতে সেই বিয়ারের স্নান করার পর্বে। তারা বাদ রাখতে চাননি গুরু আলোনসোকেও। এই ৪২ বছর বয়সী কোচ তখন সম্মেলন কক্ষে বসে সাংবাদিকদের কাটখোট্টা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তবে, এমন দিনে কি এই সকল আনুষ্ঠানিক কাজ-কর্মে মন বসে কারও! তাই তো বিশাল আকৃতির জগে করে আনা বিয়ার যখন আলোনসোর মাথায় ঢালা হলো, তখন তিনিও নেঁচে-গেয়ে মেতে উঠলেন ফুটবলারদের সাথে।        

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত