মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

গাজায় নিহত আরও ৪৮, মৃত বেড়ে ৩৪০৯৭

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১১:০৬ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭৯ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৩৪ হাজার ৯৭ জন।

রবিবার (২১ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তাদের ভাষ্য, ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত আহত হয়েছে ৭৬ হাজার ৯৮০ জন ফিলিস্তিনি।

গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর গাজা যুদ্ধ শুরু হয়। এর ফলে ইসরায়েলে এক হাজার ১৭০ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত