শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ

আপডেট : ০২ মে ২০২৪, ০৪:০৮ পিএম

তীব্র তাপপ্রবাহে ঢাকার আদালত এলাকায় বিচারক ও আইনজীবীদের সুরক্ষায় সকল এজলাসে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র স্থাপন চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান গৃহায়ন ও গণপূর্ত সচিব, আইন সচিব ও ঢাকার জেলা প্রশাসকের উদ্দেশ্যে এ নোটিশ পাঠান।

নোটিশদাতা আইনজীবী বলেন, বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার সংক্রান্ত ৩২ অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা জজকোর্টের বিজ্ঞ আইনজীবীবৃন্দ ও বিজ্ঞ বিচারকগণের জীবনের সুরক্ষায় এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

দেশে তীব্র তাপপ্রবাহ চলছে । বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঢাকা শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করছে। এই তাপপ্রবাহে ঢাকা জজকোর্টের আইনজীবী ও বিচারকগণ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। ঢাকা জজকোর্টের এজলাসগুলোর আয়তন খুবই ছোট এবং বিপুল সংখ্যক বিচার প্রার্থীদের ভিড়ে অধিকাংশ কোর্টের এজলাস গিজগিজ করে। একদিকে তীব্র তাপপ্রবাহ, অপরদিকে ছোট আয়তনের কোর্টের এজলাসে বিপুল সংখ্যক বিচার প্রার্থীদের ভিড়, সবমিলিয়ে বিজ্ঞ আইনজীবী ও বিচারকগণরা অত্যন্ত কষ্টে তাদের দায়িত্ব পালন করেন। এমতাবস্থায় এই তাপপ্রবাহে ঢাকা জজকোর্টের আইনজীবী ও বিচারকগণের জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এজন্য ঢাকা জজকোর্টের সকল আদালতে অবিলম্বে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) স্থাপন করা অত্যাবশ্যক।

আইনি নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে সকল এজলাসে এসি স্থাপনে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে জানান নোটিশদাতা আইনজীবী। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত