দেশে হৃদরোগে আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য একমাত্র সরকারি বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েছে। নানা অনিয়মে বন্দি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) যেনো নিজেই অসুস্থ।
খোঁজ নিয়ে জানা যায়, এই হাসপাতালের আইসিইউয়ের শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্র বছরের বেশীরভাগ সময়ই নষ্ট থাকে। হাসপাতালের অপারেশনের রোগীদের জীবন রক্ষার জন্য অত্যাবশ্যকীয় উপাদান অক্সিজেন। অথচ দিনের পর দিন হাসপাতালের অক্সিজেন সরবরাহে সমস্যা। কিন্তু এসবে যেনো কোনো ভ্রুক্ষেপ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। এখানেই শেষ নয় করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এবং হাই ডিপেনডেন্সি ইউনিটেরও (এইচডিইউ) এসি নষ্ট।
১ বছর আগে গেলো বছরের এপ্রিলে আইসিইউ জীবাণুমুক্তকরণ এবং এসির কিছু কারিগরি সমস্যার কারণে হাসপাতালে ১১ দিন ধরে হৃদযন্ত্রের অস্ত্রোপচার (কার্ডিয়াক সার্জারি) বন্ধ ছিল। নানা চেষ্টার পর যন্ত্রপাতি মেরামত করে সেসময় অপারেশন কার্যক্রম শুরু করলেও তা ছিল লোকদেখানো।
সবশেষ গত সপ্তাহে পুনরায় ৪ দিন বন্ধ ছিলো অপারেশন। এতে ভোগান্তিতে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা। এমনিতেও এই হাসপাতালে অপারেশনের শিডিউল পেতে মাস দুয়েক অপেক্ষা করতে হয় তারমধ্যে অপারেশনের শিডিউল পেয়েও পিছিয়ে যাওয়ার বিড়ম্বনা কেবল ভোক্তভোগীরাই জানেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক দেশ রূপান্তরকে বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের এসি নষ্ট। ফলে মাজেমধ্যেই অপারেশন বন্ধ রাখতে হয়। হাসপাতালের অক্সিজেন সরবরাহের সংযোগে কখন যে সমস্যা থাকে এবং কখন যে ভালো থাকে তা আমরা নিজেরাও জানি না। এসব সমস্যার কারণে সক্ষমতার চেয়ে বছরে অর্ধেক অপারেশন করতে হয়। এতে ভোগান্তি বাড়ে রোগীদের।