আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে হিরোইন বিক্রয়ের নগদ টাকাসহ ১০ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে হেরোইনও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইব্রাহিম (৩১), রিপন (২৫), মো. মিজান (৩০), বায়েজিদ (২০), শহীদুল ইসলাম সিহাব (২০), নুরু হোসেন (৪২), তরিকুল ইসলাম (৪০), মো. জীবন (২০), মো. রাকিব (২৩), মোছা. আলো (৪০)।
আজ শনিবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এপিবিএন ১। এর আগে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এপিবিএন জানায়, ১ এপিবিএন-এর মাদকবিরোধী আভিযানিক দল টঙ্গী পশ্চিম থানার সহায়তায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক ১০ লাখ টাকা। হিরোইন ক্রয়-বিক্রয়ের সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এপিবিএন জানায়, দীর্ঘদিন ধরে তারা হিরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। টঙ্গী পশ্চিম থানায় মামলা রুজুর পর গ্রেপ্তার হওয়া ১০ আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭০০০ টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৬ টি স্মার্টফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মূল আসামি হেলেনা বেগম (৪২) পলাতক রয়েছেন।