টেলিভিশন নাটকে মুনশিয়ানা দেখানোর পর বছর তিনেক আগেই ওটিটিতে নাম লেখান মিজানুর রহমান আরিয়ান। একে একে নির্মাণ করেন নেটওয়ার্কের বাইরে, ঊনিশ বিশ ও পুনর্মিলনে, যেগুলো থেকে প্রশংসাও কুড়ান। ওয়েব ফিল্মের পর এবার প্রথমবারের মতো সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন এই ‘ভালোবাসার গল্পকথক’।
নতুন এই সিরিজের নাম ‘প্ল্যান বি’। ওটিটি প্লাটফর্ম চরকির জন্য নির্মিতব্য এই সিরিজে এক ঝাঁক তরুণের দেখা মিলবে বলে জানান নির্মাতা। মিজানুর রহমান আরিয়ান দেশ রূপান্তরকে বলেন, ‘এর আগে তিনটি ওয়েব ফিল্ম নির্মাণ করলেও ‘প্ল্যান বি’ হতে যাচ্ছে আমার চতুর্থ কনটেন্ট এবং প্রথম সিরিজ। এখনই প্রজেক্টটি নিয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে এতটুকু বলতে পারি, এটা হচ্ছে একদম ফিল গুড অ্যান্ড ইনস্পায়ারিং কনটেন্ট। মন ভালো করার গল্প, একইসঙ্গে অনুপ্রাণিত হবার হবার গল্প।’
জানা গেছে, খুব শিগগিরই সিরিজটির শুটিং শুরু হবে। তবে এতে কারা অভিনয় করছেন সেই বিষয়ে এখনই কিছু বলতে চান না নির্মাতা। বললেন, সিরিজটিতে এক দল তরুণকে অভিনয় করতে দেখা যাবে। তরুণদের মধ্যে যারা জনপ্রিয় তাদের কেউ হতে পারে আবার একদম নতুন কেউও থাকতে পারে।
এর আগে জার্নি, বন্ধুত্ব ও ট্র্যাজেডির গল্পে ‘ফ্লাইট ২২৭’ ওয়েব সিনেমার ঘোষণা দেন আরিয়ান যেটির নির্মাণ এখনও প্রক্রিয়াধীন। নির্মাতা জানান, নতুন দুটি ওয়েব নিয়ে ব্যস্ত থাকবেন তিনি এবং আসছে ঈদেও দুটি নাটকে পাওয়া যাবে তাকে।