হুট করেই বেশ কিছু ইউরোপিয়ান সংবাদ মাধ্যমে খবর হয়েছিল ছাটাই হতে পারেন জাভি হার্নান্দেজ। বার্সেলোনা ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তা নাকি ক্ষুব্ধ জাভির উপর। তবে ছাটাইয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন জাভি নিজেই।
লা লিগায় ৩৭তম রাউন্ডের ম্যাচে বার্সেলোনা আগামীকাল রবিবার খেলবে রায়ো ভায়োকানোর বিপক্ষে। এরই মধ্যে চলতি মৌসুমে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তাই বার্সার সামনে সম্ভাব্য ভালো ফলাফল দ্বিতীয় স্থান অর্জন। কাল ম্যাচ জিতলে দ্বিতীয় স্থান নিশ্চিত হবে কাতালান ক্লাবটির।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জাভি বলেন, 'কিছুই পরিবর্তন হয়নি। মিডিয়ার আসলে খবর দেওয়ার মতো কিছু ছিল না। আমার জন্য কিছুই পরিবর্তন হয়নি। আমরা বসবো যদি কোন বিষয়ে আমাদের কথা বলার প্রয়োজন হয়। তিন সপ্তাহ আগে আমরা একসঙ্গে বসেছিলাম এবং জানিয়েছি আমি দায়িত্ব চালিয়ে যাব। যদি কিছু হয় আমরাই জানাব। আমার নজর এখন কালকের ম্যাচে।'
লাপোর্তা জাভিকে ইতিবাচক বার্তা দিয়েছেন বলে জানান জাভি। 'প্রেসিডেন্ট লাপোর্তা আমাকে ইতিবাচক বার্তা দিয়েছেন, এর চেয়ে বেশি কিছু নয়। আমি ভালো অনুভব করছি। বার্সার ম্যানেজার হিসেবে খুশি আছি।'
আবারও সামনের মৌসুমে শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানান বার্সেলোনা কোচ। 'স্কোয়াডে দারুণ সব খেলোয়াড় আছেন। আমরা আগামী মৌসুমে শিরোপা জয়ের চেষ্টা করব। আমাদেল লক্ষ্য পরিষ্কার।'
এর আগে বেশ কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছিল, বার্সেলোনার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলায় জাভির উপর ক্ষুব্ধ লাপোর্তা।