বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

এবার রাস্তা থেকে মেট্রোরেলে ঢিল নিক্ষেপ

  • এবার প্রকাশ্যে মেট্রেরেল লক্ষ্য করে ঢিল ছুড়তে দেখা গেছে এক কিশোরকে
আপডেট : ১৯ মে ২০২৪, ১০:৩৬ এএম

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা অনেকটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। এতে প্রায়ই যাত্রী আহত ও ট্রেনের ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়। এমনকি পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেনেও ঢিল ছুড়ে কাচ ভাঙার ঘটনা ঘটেছে।

এমনকি উদ্বোধনের পর রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেলেও পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে। গেল বছরের ৩০ এপ্রিল কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে ঘটা এ ঘটনায় মেট্রোর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। যদিও সে ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

এবার প্রকাশ্যে মেট্রেরেল লক্ষ্য করে ঢিল ছুড়তে দেখা গেছে এক কিশোরকে। গতকাল শনিবার দুপুর ২টা ২৩ মিনিটে উত্তরা সেন্টার স্টেশনে এ ঘটনা ঘটে। পুরো বিষয়টি ধরা পড়েছে আবদুর রশিদ নামের এক ব্যক্তির গাড়ির ক্যামেরায়। 

ভিডিওতে দেখা গেছে, গতকাল দুপুর ২টা ২৩ মিনিটের দিকে এক কিশোর মেট্রোর দিকে ঢিল ছুড়ছে। এ সময় তার সঙ্গে আরও দুইজন ছিল।

এ বিষয়ে আবদুর রশিদ দেশ রূপান্তরকে বলেন, দুপুর ৩টায় আমার একটি অনলাইন মিটিং ছিল। এ কারণে সেন্টার স্টেশনের পাশেই গাড়িটি পার্ক করে মিটিং প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় দেখি একটা ছেলে মেট্রোর দিকে ঢিল ছুড়ছে। তাকে ডাক দিলে সে সেখান থেকে চলে যায়। আমার মিটিং থাকায় আমিও তাকে ধরতে পারি নাই।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত