বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

‘রঘু ডাকাত’ হয়ে আসছেন দেব

আপডেট : ২১ মে ২০২৪, ০৭:৩০ পিএম

লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত দেব। রোদ আটকাতে চোখে টিন্ট গ্লাস। গলায় রকমারি উত্তরীয়। আর একমাথা, কাঁধছোঁয়া এলোমেলো চুল। হাওয়ার দাপটে যখন তখন অবাধ্য। ভোটপ্রচারে গিয়ে সেই চুলেই মেয়েদের মুগ্ধতা আর গোলাপ ফুল!

সুন্দরীরা মুগ্ধ হলেও টলিউড প্রশ্ন তুলেছে, হঠাৎ চুলের ছাঁট বদল কেন? তখনই জানা গেল, খুব শিগগিরই ‘রঘু ডাকাত’ রূপে আসছেন এই নায়ক। তার জন্যই লম্বা চুল রেখেছেন। ১৪ জুন নির্বাচন শেষে ফ্লোরে যাবে বহুলপ্রতীক্ষিত এই ছবি।

একটা সময় রঘু ডাকাতের দাপটে বাংলায় বাঘে-গরুতে একসঙ্গে জল খেত। বাস্তবে কেমন ছিলেন এই কুখ্যাত ডাকাত? কোনও দিন তাকে পর্দায় ধরলে কেমন হবে? এই ভাবনা থেকেই সম্ভবত ধ্রুব বন্দ্যোপাধ্যায় ‘রঘু ডাকাত’ কে রূপালি পর্দায় আনছেন। প্রযোজনায় রয়েছে এসভিএফ সংস্থা।

জানা গেছে, নভেম্বর থেকে শুটিং শুরু হবে ছবির। এসভিএফ-এর সঙ্গে ছবির সহ প্রযোজনা করবেন দেব নিজেও।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত