ভারতের দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ নবজাতকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় রাতে বিবেক বিহার এলাকার শিশু হাসপাতালে আগুন লাগে।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
শনিবার রাতে, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত ১১টা ৩২ মিনিটের দিকে বিবেক বিহার এলাকার বেবি কেয়ার সেন্টারে আগুন লাগার পান তারা। পরে সেখানে ফায়ার সার্ভিসের ১৬টি দল গিয়ে আগুন নেভানোর কাজ করে।
হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার পর ভবনের প্রথম তলা থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজন নবজাতক মারা যায়।
বর্তমানে ৫ শিশুকে অন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ঠিক কী কারণে আগুন লেগেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।